About Us

ওম জয় গুরুদেব

বৈদিক সংঘ ও মঠঃ

বৈদিক সংঘ ও মঠ একটি অলাভজনক বেসরকারী আধ্যাত্মিক সংগঠন। ইহা সবুজে –শ্যামলে ভরা শান্ত প্রকৃতির কোলে হাটকড়ই গ্রামে, নন্দীগ্রাম থানায়, বগুড়া জেলার অন্তরগত প্রিয় মাতৃভূমি বাংলাদেশে অবস্থিত। এই সংগঠনটি তার শিষ্যদের ও ভক্তদের দানে পরিচালিত হয়। আমাদের এই সংগঠনের মূল উদ্দেশ্য হলো প্রত্যেক মানুষের অভ্যন্তরে যে এক অসীম শক্তি লুকায়িত আছে তার বিকাশ সাধন করা,যাতে করে মানুষ তার ইহজাগতিক ও পারজাগতিক জীবনে সফলতা লাভ করতে পারে। আমাদের বিশ্বাস প্রত্যেক মানুষই তার অভ্যন্তরীন মনোশক্তির দ্বারা সমৃদ্ধশালী শান্তিময় মুক্ত জীবন লাভ করবে। ভবিষ্যতে সৃষ্টির মঙ্গলের জন্য অনেক কল্যাণকর কাজ করার অভিপ্রায় আছে যা সময় ও সুযোগ মতো সম্পাদন করা হবে।

উদ্দেশ্য ও লক্ষ্যঃ

উদ্দেশ্য:

হিন্দুর মূল ধর্মগ্রন্থ বেদের জ্ঞান ভাগ বেদান্তের বিশুদ্ধজ্ঞানকে সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক জীবন-যাপন প্রনালী যোগের দ্বারা প্রায়োগিক করা এবং বাস্তব জীবনে তার ব্যবহার করে ইহজগৎ ও পরজগতে সফলতা অর্জন করা।

লক্ষ্য:

সবাইকে বেদান্ত ও যোগ দর্শনের বিশুদ্ধ ও প্রায়োগিক জ্ঞান অবহত করানো এবং বাস্তব জীবনে তার ব্যবহারের কৌশল শেখানো।

ওম

Make a Donation


বৈদিক সংঘ ও মঠ একটি অলাভজনক বেসরকারী আধ্যাত্মিক সংগঠন।
এই সংগঠনটি তার শিষ্যদের ও ভক্তদের দানে পরিচালিত হয়।

আপনার যেকোনো অনুদান আমরা সাদরে গ্রহন করব:

অনুদান প্রদানে ইচ্ছুক ভক্তগণ নিম্নে প্রদত্ত মাধ্যমে অনুদান প্রেরণ করতে পারেন।
অনুদানের বিবরন "Transaction in detail" এর ঘরে প্রদান করুন
এবং আমাদেরকে ফোন করে নিশ্চিত হউন।